নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৮০০ তম আসর উদযাপন করা হয়েছে। আজ শনিবার শোভাযাত্রা, আলোচনা সভা, ছড়া, কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনে উদযাপন করা হয় আসরটি।
সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। “আমাদের সাধনা–একুশের চেতনা.” “আমাদের অঙ্গিকার–শিশুদের অধিকার,” মুক্তিযুদ্ধের চেতনায়–ভোরের আলো জেগেছে ইত্যাদি স্লোগানে মুখরিত হয় শোভাযাত্রা। পরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, ছড়া, কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের।
সংগঠনের সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান খান মিলন ও ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মেহের উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবিব রেজা।
ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শফিক কবীর, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান, নিউজ মনিটর এর প্রকাশক ও সম্পাদক আলী রেজা সুমন, ভোরের আলোর উপদেষ্টা লায়ন মো. জাহাঙ্গীর আলম, শিল্পী জসিমউদ্দীন, মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহীন মিয়া, বিন্দু সোসাইটির স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ, হুমায়ুন কবীর রেহান প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন মারিয়া তাসনিম প্রাপ্তি, প্রিয়া দেবনাথ, সানজিতা উষা, কবি মাসুম ও হিরন আকন্দ। সঙ্গীত পরিবেশন করেন পূণ্য, সূবর্ণা দেবনাথ, আরিফুর রহমান ইমন, আল তুহিন বাপ্পি ও মো. জনি।
এ সময় সংগঠনের উপদেষ্টা হাকীম মো. সুলতান আহমেদ, সাংবাদিক আবুল কাসেম, সাংবাদিক সারোয়ার জাহান, নিউজ সেভেনটিন বিডি ডটকম এর প্রকাশক ও সম্পাদক হাজী আবু সাঈদ, মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, কবি আসিফ আল নূর, মো. মোজাফ্ফর হোসেন খান অর্ক, মোদাব্বির হোসেন খান অরণ্য, কবি অনন্য ইয়াসিন, তানিয়া আক্তার, সাংবাদিক পুলক কিশোর গুপ্ত, কবি আফরোজা আক্তার, সুফিয়া খাতুন, প্রশান্ত বিশ্বাস, ওমর ফারুক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মারিয়া তাসনিম প্রাপ্তিকে সম্মাননা প্রদান করা হয়।