তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা): কিশোরগঞ্জের তাড়াইল বাজারে অগ্নিকাণ্ডে ৩০ টি দোকান ভস্মীভূত হয়েছে।
শনিবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার সদর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান লতিফ জানান, বাজারের এনায়েতের মার্কটে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দল এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী জানান, রাত ৯.৪০ টায় খবর পেয়ে কিশোরগঞ্জসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাজারের ৩০ টির মত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আপনার মন্তব্য করুন