নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইন হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মাঠে থাকা নেতাকর্মীদের উচ্ছাস দেখে প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার পৌনে ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশের মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
সমাবেশস্থলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছানোর সাথে সাথে উচ্ছ্বসিত হয়ে ওঠে নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় নানা স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে সুধী সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবে এখনও দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ সমাবেশস্থলে আসছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কী বার্তা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রমুগ্ধ হয়ে তা শোনার জন্য অপেক্ষায় প্রহর গুণছেন কিশোরগঞ্জবাসী।
এর আগে মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন। পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবার শেষে বিশ্রাম নেন।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো.শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণবের সঞ্চালনায় সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রপতিপুত্র কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বক্তব্য রাখবেন।
সমাবেশে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত রয়েছেন।