হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিবাহিত নারীদের জরায়ু–মুখ ক্যান্সার শনাক্তকরণে বিশেষ (ভায়া) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া কমিউনিটি ক্লিনিকে বিশেষ ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
৩০–৬০ বছর বয়সী নারী অথবা যে সব নারীদের বিয়ের বয়স ১০ বছরের উপরে হয়েছে, এমন নারীদের জরায়ুমুখ ক্যান্সার শনাক্তকরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন। আরও বক্তব্য রাখেন ধনকুড়া কমিউনিটি ক্লিনিকের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক ও স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির।
দিনব্যাপী বিশেষ ভায়া ক্যাম্পে শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন সফর উপলক্ষে এ ভায়া ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো।