নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি সংশ্লিষ্টদের।
বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫ টার দিকে পল্লী চিকিৎসক মো. জালাল উদ্দিনের ওষুধের দোকানে আগুন লাগে।
বাজারের পাহারাদাররা আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। এসময় মসজিদের মাইকে আগুন লাগার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। পরে আশে পাশের মানুষ এসে আগুন নেভাতে সক্ষম হন।
ততক্ষণে মো.জালাল উদ্দিনের ওষুধের দোকান এবং আব্দুল কুদ্দুসের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. মেহেদী হাসান নাঈম বলেন, ভোর ৫ টার দিকে মাইকে আগুন লাগার ঘোষণা শুনে আমরা এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হই।এতে পাশের সকল দোকানপাট রক্ষা পায়।
ওষুধ ব্যবসায়ী মো. জালাল উদ্দিন এবং চায়ের দোকানদার আব্দুল কুদ্দুস জানান, রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই। বুধবার সকালে খবর পেয়ে গিয়ে দেখি দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
খারুয়া ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসনাত ভুঁইয়া মিন্টু জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি।