হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: `ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ।