নিউজ একুশে ডেস্ক: র্যাব কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে একটি মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
আজ রবিবার সকাল ১০ টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি বিজয়নগর উপজেলার চান্দুরা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে পলিথিনের ওপর স্কচটেপ দিয়ে মোড়ানো ২১ টি বান্ডেলে ৩০ কেজি গাঁজা ও নগদ ৪ হাজার ৫০০ টাকাসহ ইয়ার হোসেন (৩২) নামে একজনকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার জানান, গ্রেফতার ইয়ার হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।