নিজস্ব প্রতিবেদক: অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের হিসাবে জেলার ১০৮ টি ইউনিয়ন পরিষদের মধ্যে অষ্টগ্রাম সদর ইউনিয়ন এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ ও তৃতীয় অবস্থানে রয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ।
তালিকা অনুযায়ী অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে ৪০ টি প্রত্যাশিত জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ৯৩ টি। আর প্রত্যাশিত ১১ টি মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ১০৮ টি। এক্ষেত্রে গড় অবস্থান ৬০৭। কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ প্রত্যাশিত ৭০ টি জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ২৭৬ টি এবং ২০ টি প্রত্যাশিত মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ৪৫ টি। তাদের গড় অবস্থান ৩১০। কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদ প্রত্যাশিত ৪৮ টি জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ৫১ টি এবং প্রত্যাশিত ১৩ টি মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে অর্জন করেছে ৫০ টি। তাদের গড় অবস্থান ২৪৫।
তালিকার চতুর্থ অবস্থানে বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়ন পরিষদ এবং পঞ্চম অবস্থানে রয়েছে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ।
এ ব্যাপারে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণ আমার মূল লক্ষ্য। আমাদের চৌকস উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ ও দিকনির্দেশনায় এবং ইউপি সচিব, হিসাব সহকারীসহ সংশ্লিষ্ট সকলের পরিশ্রমের ফল এই শ্রেষ্ঠত্ব অর্জন। এ অর্জনে তিনি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অষ্টগ্রাম সদর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।