নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা কমিটির সাবেক সভাপতি এনামুল হক ইদ্রিস, সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন