নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূরুল হুদা (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার ভোরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি স্ত্রী, পাঁচ মেয়ে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
রবিবার জোহরের নামাজের পর তার নিজ গ্রাম মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন