নিজস্ব প্রতিবেদক: ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মফস্বল থেকে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেল। এবার মফস্বল থেকে ৬ জন প্রতিনিধিকে বর্ষসেরা পুরস্কার দিয়েছে ঢাকা পোস্ট।
আজ রোববার ৬ জনের হাতে বর্ষসেরা প্রতিনিধির স্বীকৃতি তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার।
এর আগে ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি ঢাকা কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত আরও ১৪ জন রিপোর্টারকে বর্ষসেরার পুরস্কার দেয়া হয়।
এবার মফস্বলের বর্ষসেরা সংবাদকর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন কিশোরগঞ্জের এসকে রাসেল। তিনি ২০২১ সালে ঢাকা পোস্টের শুরু থেকে কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছেন।
বর্ষসেরা পুরস্কার প্রাপ্তি নিয়ে এসকে রাসেল বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় কর্মস্থল ঢাকা পোস্ট এগিয়ে যাচ্ছে। ২০২২ সালের সেরাকর্মীদের তালিকায় স্থান পাওয়া নিঃসন্দেহে কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। এমন স্বীকৃতির জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতে আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।
২০১৮ সাল থেকে গণমাধ্যমে কাজ করে আসছেন এসকে রাসেল। এর আগে তিনি দৈনিক বাংলাদেশ জার্নালের কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এসকে রাসেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে।