নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আজ সোমবার দুপুরে জেলা শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
জাতীয়করণের এক দফা দাবিতে প্রথমে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সদস্য আবুল হাসেম, জেলা শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, সহ সভাপতি আব্দুস সালাম ও বিপদ ভঞ্জন বণিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
সমাবেশের পর শিক্ষকরা বিক্ষোভ মিছিল সহকারে কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে লেখা স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।