নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদাযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ কেক কেটে ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, আইকিউএসি এর পরিচালক প্রফেসর বিজয় ভূষন দাস, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, সাবেক শিক্ষার্থী তৌকিরুজ্জামান তাকি, শিক্ষার্থী খন্দকার শাফায়েত আশিক প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, হিসাব শাখার পরিচালক মোহাম্মদ মনিরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।