বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিউট এবং মঈনউদ্দিন–মুক্তার উদ্দিন জনকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বাজিতপুরের খনারচর নয়াহাটি মোড়ের মক্তব প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা আই হসপিটালের চিকিৎসক মজুমদার গোলাম রাব্বির নেতৃত্বে আট সদস্যের চিকিৎসক দল দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। চক্ষুক্যাম্পে ৫৫০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এরমধ্যে ১৫০ জনকে চোখের ছানি, নালি ও মাংস বৃদ্ধির অপারেশনের জন্য বাছাই করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী। কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ড. এম আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম, মনিরুজ্জামান মনির প্রমুখ।