নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতিপুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক প্রবীণ সাংবাদিক মু. আ লতিফ, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শেখ এ কে এম নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম ও জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এডভোকেট অশোক সরকার।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এর সভাপতিত্বে ও সাংবাদিক রাকিবুল হাসান রোকেলের সঞ্চালনায় আয়োজিত
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রহমান রুমী, সিনিয়র সাংবাদিক এডভোকেট সাইফুল হক মোল্লা দুলু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, ঈশাখাঁ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বদরুল হুদা সোহেল, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, এডভোকেট শেখ মাসুদ ইকবাল, সোহেল চৌধুরী, আশরাফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ভূইয়া, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনিসুজ্জামান খোকন, যুবলীগ নেতা আসিফ হাসান মল্লিক রাজন, জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিন অতি অল্প সময়ে গণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা পত্রিকাটির জন্য শুভ কামনা জানান এবং অগণিত পাঠকের হৃদয়ে দীর্ঘস্থায়ী আসন লাভ করবে বলে প্রত্যাশা করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।