নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ক্ষেতমজুর সমিতির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান।
সভায় ক্ষেতমজুর সমিতির গৌরবময় ঐতিহ্য ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও আব্দুর রহমান রুমী, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য নূরুল হুদা দুলাল, ক্ষেতমজুর নেতা আবুল হাসেম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, কৃষক নেতা নূরুল হক, ক্ষেতমজুর নেতা কবি শাহজাহান মিয়া, শেখ জমসেদ ও কৃষক নেতা মাহতাব উদ্দিন।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সন্পাদক জালাল উদ্দিন।
সভা শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।