নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদরে প্রথমবারের মতো প্রতিষ্ঠা করা হয়েছে অটো রাইস মিল।
আজ শনিবার বিকালে সদর উপজেলার সাদুল্লারচর এলাকায় হাজী অটো রাইস মিল নামে মিলটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মিলটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জুলফিকার।
হাজী অটো রাইস মিলের চেয়ারম্যান এ. বি সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্ধন সোসাইটির নির্বাহী পরিচালক সানজিদা খানম, সিনিয়র সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনিসুজ্জামান খোকন, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জসীম উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন কোয়েল, লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ খান, মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল খোকন, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. সেলিম।
উল্লেখ্য, দৈনিক ৬০ মেট্রিক টন চাল উৎপাদন ক্ষমতাসম্পন্ন অটো রাইস মিলটি এ অঞ্চলের কৃষিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।