পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চারটি চোরাই মোটর সাইকেলসহ বিমল মিয়া ওরফে বিপ্লব (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদিত্যপাশা গ্রামের বোরহান উদ্দিন কাজলের ছেলে।
পুলিশ জানায়, চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ আদিত্যপাশা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় বিপ্লবকে ধরে ফেলে। পরে তার বাড়ি থেকে চারটি চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, মোটর সাইকেল চুরি করে এনে বিক্রি করা গ্রেফতার বিপ্লব ও তার সহযোগীদের পেশা ও নেশা।
গ্রেফতার বিপ্লব মোটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
আজ রবিবার তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।