অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্রমসূচির অধীনে ২১০ জন নারীকে ৬০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে অষ্টগ্রাম সদর ইউনিয়ন খাদ্যগুদাম প্রাঙ্গণে ভিডব্লিউবি সুবিধাভোগীদের চাউল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। সুবিধাভোগীরা আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী, তদারকি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহা. আবদুল মতিন, ইউপি সচিব বোরহান উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য করুন