অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে ৭৪জন প্রতিবন্ধীকে সরকারি ভাতা ও ভাতাবহি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের হাতে ভাতা ও ভাতাবহি তুলে দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল বাসেদ, ইউপি সচিব বোরহান উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী দ্বীন ইসলাম প্রমুখ।
জানা গেছে, গত বছর অনলাইনে প্রতিবন্ধীভাতার জন্য ৭৪জন আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জুন-২০২২ থেকে ফেব্রুয়ারি-২০২৩ পর্যন্ত মাসিক ৮৫০টাকা করে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
এই বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, গত বছর ব্যাপক প্রচারণা ও অনলাইনে আবেদন করতে উৎসাহী করায়, এবারই প্রথম আমার ইউনিয়নের প্রতিবন্ধীরা সরকারি ভাতা পেলেন। এতে তারা উপকৃত হবে।
উল্লেখ্য, এবারই প্রথম অষ্টগ্রাম সদর ইউনিয়নের প্রতিবন্ধীরা সরকারি ভাতা পেল।