ঢাকাWednesday , 22 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছর পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদক
-
March 22, 2023 12:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রনি ওরফে রাজুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ মার্চ) সাড়ে ৯টার দিকে ঢাকা জেলার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার আসামি মো. রনি ওরফে রাজু কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা শালংকা গ্রামের মো. আপ্তাব উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা বুধবার (২২ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ২০০৮ সালের জুলাই মাসে ফেনসিডিলসহ রাজধানীর খিলগাঁও থানায় গ্রেফতার হয় রাজু। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মাদক মামলা রুজু হয় (খিলগাঁও থানার মামলা নং-০১(৭)০৮, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(খ)। পরে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান রাজু।

মামলাটি বিচার শেষে আদালত উল্লেখিত আসামির বিরুদ্ধে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি রাজু সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে দীর্ঘ ১৫ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন।

রাজুকে গ্রেফতারের জন্য র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ঢাকা জেলার ভাটারা থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম.এম. সবুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার কর হয়।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম. এম সবুজ রানা জানান, মাদক গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য করুন