নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সুরক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা পরিষদ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার পরিবেশ উপ-পরিষদের উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখার সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট হামিদা বেগম, সদস্য চন্দনা দেবনাথ, মনিকা দাস, এডভোকেট শংকরী সাহা, মডেল কলেজ কমিটির সভাপতি মাহফুজা আরা পলক, বত্রিশ কমিটির সাধারণ সম্পাদক বন্দনা দত্ত প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ডা. হোসনা বেগম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, পৌরসভার কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী প্রমুখ।
সভা সঞ্চালন করেন সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক বনশ্রী সরকার।
এর আগে একটি র্যালী বের করা হয়।