নিজস্ব প্রতিবেদক: দুই সদস্য হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ শহর সমবায় ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় ২০১৬ সালের ১৪ মার্চ উগ্রবাদী গোষ্ঠী নোয়াখালীর সোনাইমুড়িতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে গলা কেটে হত্যার পর তাদের লাশ আগুনে পুড়িয়ে দেয়। হত্যাকাণ্ডের সাত বছর পেড়িয়ে গেলেও বিচার না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিচারে দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলাকারীদের মধ্যে অনেকেই রয়েছে, যাদের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি, গ্রেফতারও করা হয়নি। কিন্তু তাদের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। উগ্রবাদীদের অপতৎপরতা এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হিমসেল ভূইয়া। এ সময় ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক সম্পাদক মো. রহমত উল্লাহ রানা, ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ কবির তুতুল, সাংগঠনিক সম্পাদক মো. আফরান ভূইয়া, অর্থ সম্পাদক আবুল হাসেম চয়ন, আইন সম্পাদক মো. ইদ্রিস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।