নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের সোবহানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ছয়শতাধিক গ্রাহক ও সুধীজন অংশগ্রহণ করেন।
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স কিশোরগঞ্জের এরিয়া ম্যানেজার সাইদুর রহমান সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোবহানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল বারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী, বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান রাজু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি রিজিওনাল ম্যানেজার মো. ইলিয়াছ উজ্জামান।
অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে একজনকে মোটরসাইকেল ও একজনকে রেফ্রিজারেটরসহ কয়েকশত পুরস্কার দেয়া হয়।