হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে হোসেনপুর থানায় আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু।
মত বিনিময় সভায় পুলিশের পক্ষ থেকে আসন্ন ঈদ কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য সিকিউরিটি লাইট, বিশ্বস্ত সুস্থ নিরাপত্তাকর্মী নিয়োগ করা, সকল ব্যবসা প্রতিষ্ঠানকে উচ্চধারণ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরার আওতাভূক্ত করা, কর্মচারীদের জাতীয় পরিচয় পত্র, চারিত্রিক যাচাই পত্রসহ তথ্য সংরক্ষণ করে থানা পুলিশকে প্রদান করা, ব্যবসা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা এবং সমসাময়িক অপরাধ পর্যালোচনা করে করণীয় বর্জনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।
ঈদকেন্দ্রিক নিরাপত্তা জোরদারে থানা পুলিশের নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন থানার অফিসার ইনচার্জ।