নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ রবিবার সকালে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে সকল শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারেরর সদস্য, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন।
আপনার মন্তব্য করুন