নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক সাহেব আলী পাঠান (৮০) আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের নিজ বাসা পাঠান বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এক ছেলে, দুই মেয়ে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি বার্ধক্যজনিত করাণে নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
ডাক্তার সাহেব আলী পাঠান কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন তিনি।
আগামীকাল বুধবার জোহরের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে গাইটাল সরকারি কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন