ঢাকামঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে মিষ্টি কুমড়া চাষে বাজিমাত কৃষক ফারুকের

প্রতিবেদক
-
মার্চ ২৮, ২০২৩ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মিষ্টি কুমড়া চাষে বাজিমাত করেছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের কৃষক ওমর ফারুক। চাষ করার তিন মাসের মধ্যে বিক্রি করেছেন প্রায় ১০ লাখ টাকার মিষ্টি কুমড়া। জমিতে আরও যে পরিমাণ রয়েছে, সেটাও ৮ থেকে ১০ লাখ টাকার মত বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

ব্যাংক এশিয়া থেকে পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে এবার ১১ একর জমিতে মিষ্টি কুমড়া চাষ করেন ওমর ফারুক। ফলনও হয়েছে আশানুরূপ। কোনটির ওজন ১৫ থেকে ২০ কেজি পর্যন্ত হয়েছে। চাষের তিন মাসের মধ্যে প্রায় ১০ লাখ টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছেন তিনি। প্রতিদিনই পাইকার ও আড়তদাররা এসে জমি থেকে মিষ্টি কুমড়া কিনে নিয়ে যাচ্ছেন। শুধু বিক্রিই করছেননা, ফলন ভালো হওয়ায় প্রতিবেশি, আত্মীয় স্বজনদেরকেও দিচ্ছেন। বর্তমানে জমিতে যে পরিমাণ মিষ্টি কুমড়া রয়েছে, সেটাও ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। তার সাফল্য দেখে স্থানীয় আরও অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছেন বলেও জানা গেছে।

স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা তার জমি নিয়মিত পরিদর্শন ও এ সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকেন বলেও জানান কৃষক ওমর ফারুক।

ব্যাংক এশিয়া তাড়াইল শাখার ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ব্যাংক থেকে স্বল্প সুদে কৃষকদেরকে ঋণ দেওয়া হয়। কৃষক ওমর ফারুক মাত্র পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে মিষ্টি কুমড়া চাষ করে বাজিমাত করেছেন। কৃষকদের জন্য এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য করুন