নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গবাদিপশুর জন্য বাড়ির পাশের বাগান থেকে কলাপাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের জামতলা এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জামতলা গ্রামের আফির উদ্দিন মুনশির ছেলে রজব আলী গবাদিপশুর জন্য বাড়ির পাশের কলাবাগান থেকে কলাপাতা কাটতে যান। এ সময় অসাবধানতাবশত পিডিবির বিদ্যুৎ খুঁটি থেকে প্রতিবেশীর বাড়িতে নেয়া ঝুলে থাকা সার্ভিস তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক রজব আলী।
রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন