পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে খোরশীদ উদ্দীন আহমদের ২৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নারান্দী উত্তরপাড়া গ্রামে খোরশীদ উদ্দীনের বাড়িতে যান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।
পরে এডভোকেট সোহরাব উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুম খোরশীদ উদ্দীনের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল আলম প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।