ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রতিবেদক
-
এপ্রিল ৩, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কারাগারে আলেক চান (৬৫) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রবিবার ( এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়

আলেক চান জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মমরোজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হার্টের অসুখসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। 

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল এসব তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবত হার্টের অসুখসহ শ্বাসকষ্টজনিত রোগ ছিল তার। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গত পরশুদিন কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয়। রবিবার দিবাগত রাত ১১ টার দিকে আবার অসুস্থ হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয়। একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৫ সাল থেকে তিনি কারাগারে ছিলেন বলে জানা গেছে।

ইতোমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে। জেল বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেল সুপার।

আপনার মন্তব্য করুন