বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে তাদেরকে প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়েছে।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে সোমবার বিকালে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে দলের বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এ কমিটি গঠন করা হয়েছে। দলের উপজেলা পর্যায়ের কেউ এ কমিটি গঠন সম্পর্কে অবগত নয়। বিএনপি–জামাত থেকে অনুপ্রবেশকারী এবং মাদকাসক্তদেরকে কমিটিতে রাখা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
সভায় সংসদ সদস্য আফজাল হোসেন ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রকিবুল ইসলাম শিবলী, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিন মোহাম্মদ হোসাইন প্রমুখ। সভায় স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বেরা করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম খোকন কমিটিতে কেউ অনুপ্রবেশকারী ও মাদকাসক্ত নেই বলে দাবি করেন। সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, কমিটি গঠন প্রক্রিয়ায় তিনি ছিলেননা। কেন্দ্রিয় কমিটিই বিভিন্ন কমিটি গঠন করছে বলে জানান তিনি।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন জানান, দলের সকল স্তরের নেতাকর্মীর মতামতের ভিত্তিতেই স্বেচ্ছাসেবক লীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এলাকায় কারা দলের জন্য নিবেদিত প্রাণ, আর কারা ভিতর থেকে দলের ক্ষতি করছে এবং কারা অনুপ্রবেশকারী, সেটা বাইরে থেকে এসে কেউ জানবেনা। বিএনপি–জামাত থেকে অনুপ্রবেশকারী ও মাদকাসক্তদের দিয়ে কমিটি গঠন করায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমরা রেজুলেশন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো।
উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি নজরুল ইসলাম খোকনকে আহ্বায়ক করে বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রিয় কমিটি।