ঢাকাWednesday , 5 April 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রতিবেদক
-
April 5, 2023 5:02 pm
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নবম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার ( এপ্রিল) বিকাল সাড়ে ৩টা দিকে কিশোরগঞ্জভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছে

নিহত মো. মইন (১৭) কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার মৃত মজলু মিয়ার ছেলে। তিনি আচমিতা জর্জ ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন

জানা গেছে, আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জভৈরব মহাসড়কের  ইন্দুয়াইল চারিপাড়া এলাকায় পিকআপ ভ্যান মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মো. ইমন ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। তবে তার নাম পরিচয় জানা যায়নি

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অজ্ঞাত পিকআপ ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক কিশোর মো. মইন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য করুন