নিজস্ব প্রতিবেদক: ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কিশোরগঞ্জ শহরের একটি হোটেলে এর আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. বদরুল হুদা সোহেল।
আলোচনায় অংশ নেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. প্রিয় ব্রত পাল, ট্রাস্টি সেক্রেটারি প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর মো. রফিকুল আলম, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আল মুরসালিন সম্রাট, সহকারী অধ্যাপক মো. রাকিবুল হাসান, প্রভাষক মাহবুবা অনন্যা, প্রভাষক আসমা পারভিন, প্রভাষক নাঈমা আক্তার, প্রভাষক রাকিব আল হাসান।
অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার জান্নাত।
আলোচনা শেষে দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।