নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সাহেব আলী পাঠান ও বিশিষ্ট ছড়াকার সিরাজুল ফরিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে।
আজ শুক্রবার বিকালে শহরের আলোর মেলায় স্মরণসভার আয়োজন করে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট।
দৈনিক আমার সংগ্রাম পত্রিকা পরিবারের সহযোগিতায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা বিআরডিবির জেলা কর্মকর্তা (ডিডি) মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। প্রধান আলোচক ছিলেন প্রয়াত ডা. সাহেব আলী পাঠানের বড় সন্তান পাঠান মজনু মেহবুব (মজনু), ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা, উপদেষ্টা দন্তচিকিৎসক মো. হিরা মিয়া, পৃষ্ঠপোষক মো. শফিউল আলম, ভোরের আলোর নিয়মিত শিল্পী মো. জসিম উদ্দিন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, কালের নতুন সংবাদের সম্পাদক মো. খায়রুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি মো. আবুল কাসেম ও নবচেতনা পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল হক সাদী।
জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলীকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার স্টাফ মির্জা মাহবুবা বেগ মৌসুমী, আমার সংগ্রাম পত্রিকার ঢাকা বিভাগের প্রধান হাজী মো. আবু সাঈদ, আমার সংগ্রাম পত্রিকার হোসেনপুর প্রতিনিধি এম. এম সিরাজুম মুনীর (কলি), করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি সারওয়ার জাহান, হ্যান্ডপেইন্ট কর্মের উদ্যোক্তা সোমা শেখ, শিল্পী মাজহারুল ইসলাম, আরিফুর রহমান ইমন, মির্জা শফিকুল আলম বেগ, মানবাধিকার নেত্রী তাসলিমা আক্তার, ক্ষুদে সংবাদ পাঠক মো. মোজাফফর হোসেন খান অর্ক, মো. মোদাব্বির হোসেন খান (অরন্য), মো. বখতিয়ার সানি, জান্নাতুন ইনসান (তোহা), উম্মী আক্তার প্রমুখ।
উল্লেখ্য, ডা. সাহেব আলী পাঠান গত ২৮ মার্চ ও সিরাজুল ফরিদ ২৯ মার্চ ইন্তেকাল করেন। সাহিত্য ক্ষেত্রে উভয়ের অসামান্য অবদান রয়েছে।
আলোচনা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।