করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলা সদরের কলাতুলি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৪২) কলাতুলি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সিরাজুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। শুক্রবার বিকালে জমি চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার ট্রাক্টর মালিক জামানের সাথে কথাকাটাকাটি হয় সিরাজুলের। এ সময় সিরাজুলকে বিভিন্ন হুমকি দেন জামান। হামলার আশংকায় দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান সিরাজুল। সন্ধ্যার দিকে জামান ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুলের বাড়িতে। তারা ঘরের ভেতর কুপিয়ে গুরুতর আহত করে সিরাজুলকে। আশংকাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন সিরাজুলের স্ত্রী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।