ঢাকাTuesday , 15 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস পালন

প্রতিবেদক
-
August 15, 2023 12:03 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আজ মঙ্গলবার  (১৫ আগস্ট) সকালে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ (কটিয়াদীপাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ প্রমুখ

আলোচনা সভা দোয়া মাহফিল শেষে গণভোজের আয়োজন করা হয়। 

উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন।

আপনার মন্তব্য করুন