নিজস্ব প্রতিবেদক: কালো ব্যানারের অক্ষরে অক্ষরে আজ শোকের আবহ। আগস্ট মানেই বাঙালির শোকগাঁথা। ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল প্রতিক্রিয়াশীল ঘাতকের দল। যার অমর কীর্তি গেঁথে রয়েছে মানুষের হৃদয়ে, তাকে নিশ্চিহ্ন করবে সাধ্য কার? তাই আজও বাতাসে ধ্বনিত হয় তার জয়ধ্বনি।
এবার করোনার কারণে প্রায় স্তব্ধ সবকিছু, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এরপরও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে টানিয়ে দেওয়া হয়েছে কালো ব্যানারে “শোকগাঁথা”।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন বলেন, আমাদের শিশুদেরেকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে পারলে তারা কখনও পথভ্রষ্ট হবেনা। শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ যেমন শেখাতে হবে, তেমনি বঙ্গবন্ধুর ঘাতকদের নির্মমতাও তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই দেশের ভবিষ্যৎ। তারাই একদিন দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করবে।
কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলি তার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন,
“এই সেই ভয়াল মাস “আগষ্ট“।
১৫ ই আগষ্ট, ১৯৭৫–
এ দিনে বাংলার মানুষকে এতিম করেছিলো ঘাতকরা তোমাকে হত্যা করে ।
এতিম হয়েছিলো বাংলার মানচিত্র, তার সঙ্গে বাংলার মানুষ, আকাশ ও মাটি।
মাসটি শুরু হলেই শুরু হয় মানুষ ও প্রকৃতির কান্নাকাটি।
ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই বাংলার মানুষ তোমায় ভুলে যাবে। কিন্তু
ওরা তো জানে না, তুমি রবে ততদিন যতদিন রবে বাংলাদেশের মানচিত্র পৃথিবীর বুকে;
তুমি রবে প্রজন্মের পর প্রজন্মের আদর্শ হয়ে।
আমাদের অনুভূতির আরেক নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমায় শত সহস্র সালাম।”