নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান বাবুর পিতা মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহ.) এর ভৈরবের ভক্ত আশেকানরা “হোসাইনী মঞ্জিলের” পক্ষ হতে শনিবার এশার নামাজের পর লক্ষ্মীপুর হোসাইনী মোকামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। মোনাজাত করেন লক্ষ্মীপুরের হাসান ওয়াল হোসাইন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি কামাল উদ্দিন। এতে লক্ষ্মীপুরের ভক্ত আশেকানগণ অংশ নেন।
এদিকে গত শুক্রবার অষ্টগ্রাম সদর ইউনিয়নের জামে মসজিদগুলোতে এবং আছরের নামাজের পর ইউনিয়ন পরিষদের মেম্বারদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে চেয়ারম্যান বাবুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং নিহত অটোচালক আক্তার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশার চালক মো. আক্তার হোসেন গত ১৬ সেপ্টেম্বর ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।