নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নূরজাহান।
সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা, সময়মত বিদ্যালয়ে আসা-যাওয়া, শিক্ষার্থীদেরকে সত্য বলতে, সামাজিক কর্মকাণ্ডসহ ভালো কাজে অংশগ্রহণে উৎসাহিত করা, শিক্ষার্থীর মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনা করা, পাঠক্রম ও নীতিমালা সম্পর্কে জ্ঞান, এনসিটিবি ও প্রাথমিক শিক্ষার নীতিমালা সম্পর্কে ভালোভাবে জানাসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর তাকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তিনি ২০০৩ সনে চাকরিতে যোগদান করে অদ্যাবধি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচনেও তার নাম প্রস্তাব করেছে করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
আপনার মন্তব্য করুন