ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে চাচা-শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদক
-
October 3, 2025 4:56 pm
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে  ঘটনাটি ঘটে।

নিহত মো. মুক্তু মিয়া (৬০) কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

অভিযুক্ত সোহেল মিয়া (৩৫) একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে মুকতু মিয়া তার আপন ভাই মফিজ মিয়ার মধ্যে বেশ কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। সময় পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল। এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য করুন