ঢাকাThursday , 30 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের পর মাইক্রোটম মেশিনের সন্ধান মিলেছে

প্রতিবেদক
-
October 30, 2025 5:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে মাইক্রোটম মেশিন উধাও হওয়ার সংবাদ আজ বৃহস্পতিবার নিউজ একুশেতে প্রকাশের পর মেশিনটির সন্ধান মিলেছে।

মেশিনটি প্যাথলজি ল্যাবের স্টোর থেকে ব্লাড ব্যাংকের স্টোরে রাখা হয়েছিল বলে দাবি করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. সাইফুল ইসলাম। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ব্লাড ব্যাংকের স্টোরে মেশিনটি পাওয়া যায় বলে জানান তিনি।

মেশিনটি ব্লাড ব্যাংকের স্টোরে রাখা প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি স্বাস্থ্য সচিবের আগমন  উপলক্ষে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সে সময় ল্যাবের স্টোরে মাইক্রোটম মেশিনটি বাক্সবন্দি অবস্থায় ছিল। স্বাস্থ্য সচিব মহোদয় অব্যবহৃত মেশিনটি দেখতে পেলে সমস্যা হতে পারে মনে করে ল্যাব ইনচার্জ মেশিনটি সরিয়ে রেখেছিল বলেও জানান তিনি। এরইমধ্যে অডিটটিম যখন তালিকা ধরে তার কাছে মেশিনটি দেখতে চায়, তখন ল্যাব ইনচার্জ সেটা দেখাতে পারেননি। ফলে এ নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

মাইক্রোটম মেশিনটির হদিস না পাওয়ার বিষয়টি অডিটটিমই প্রথম হাসপাতালের উপপরিচালককে অবহিত করেন। উপ পরিচালক এ বিষয়ে যে কেউ দায়ী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের কথা বলেছিলেন।  

এদিকে উপ পরিচালকের বক্তব্য অনুযায়ী ল্যাবের স্টোর থেকে ব্লাড ব্যাংকের স্টোরে মেশিনটি স্থানান্তর করা হয়ে থাকলে সংশ্লিষ্ট স্টোরে সেটি রেজিস্ট্রীভূক্ত হওয়ার এবং ইনচার্জ বিষয়টি জানার কথা। কিন্তু অডিমটিমকে সেটি দেখাতে না পারার বিষয়টি প্রশ্নবোধক হয়েই রইলো। এ নিয়ে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষাসহ নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন কেউ কেউ। 

আপনার মন্তব্য করুন