করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক–কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মাওলানা মো. জাহেদ উদ্দীন সভাপতি ও মো. তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত করিমগঞ্জ পৌর এলাকার ছোবহানিয়া কামিল মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, নির্বাচনে হাত্রাপাড়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহেদ উদ্দীন (বিএ.বিএড. কামিলসহ মাস্টার্স ডিগ্রী) ১৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বারঘড়িয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন পেয়েছেন ১৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঝাউতলা আনোয়ারীয়া আলিম মাদ্রাসার প্রভাষক (আইসিটি) মো. তরিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কান্দাইল দারুসসালাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হারুন অর রশিদ পেয়েছেন ৯৫ ভোট।
নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কিরাটন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল্লাহ।
নির্বাচনে ৩৪৩ জন ভোটারের মধ্যে ৩৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে।
