নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
এ সময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন বক্তব্য শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সভায় নভেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ অফিসার ফোর্সদের পুরস্কৃত করেন তিনি। পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
মো. মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডল, সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) সুবীর কুমার সাহা, সহাকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহীদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য পুলিশের প্রত্যেক সদস্যকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
