বিশেষ সংবাদদাতা: ঢাকা রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাসমূহে গত নভেম্বর মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ পর্যালোচনা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের আরো কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন ডিআইজি। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।
এসময় ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আবদুল মাবুদ (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার পিপিএম-সেবা, আরআরএফ, ঢাকা; অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান, ঢাকাসহ রেঞ্জাধীন সকল জেলার নবনিযুক্ত পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রেঞ্জের সার্বিক অপরাধ চিত্র উন্নয়ন, দ্রুত সেবা প্রদান, ডিজিটাল পর্যবেক্ষণ বৃদ্ধি এবং সমন্বিত অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি।
