ঢাকাThursday , 4 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় গাড়িচাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

প্রতিবেদক
-
December 4, 2025 4:30 pm
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেটকারের চাপায় এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুরথানাঘাট সড়কের মজিতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাওলানা সামছুল হক (৫৯) পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গীবাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে থানাঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মাওলানা সামছুল হক। মজিতপুর কুয়েতী মসজিদের সামনে পৌঁছলে পেছন দিক থেকে দ্রæতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে। প্রাইভেটকার ও এর চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য করুন