নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভাষাসৈনিক শামছুল ইসলাম হায়দার ওরফে আজিজ মিয়া (৯৫) আর নেই। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
তিনি কালিয়াচাপড়া চিকিকলের প্রতিষ্ঠাতা শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি ও পুলেরঘাট আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
আপনার মন্তব্য করুন
