ঢাকাFriday , 26 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মশাল মিছিলে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক
-
December 26, 2025 11:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মশাল মিছিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মিজানুর রহমান (৬০) নামে এক বিএনপি নেতা।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মশাল মিছিলটি বের করা হয়।

মনোনয়ন প্রত্যাশী মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন, এডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মশাল মিছিলের আয়োজন করা হয়।

মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের সন্দু বেপারীর ছেলে। তিনি মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়। পুরাতন স্টেডিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হওয়ার প্রাক্কালে মিজানুর রহমান অসুস্থবোধ করলে তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান ভিপি সোহেল।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়ন প্রত্যাশী মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন, এডভোকেট শরীফুল ইসলাম শরীফ ও ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে বেশ কিছুদিন ধরেই আন্দোলন পরিচালিত হচ্ছে। 

অপরদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর সমর্থকরাও রাব্বানীকে মনোনয়ন দেওয়ার দাবিতে পৃথকভাবে আন্দোলন করছেন।

আপনার মন্তব্য করুন