ঢাকাMonday , 29 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ছয়টি আসনে ৬১ জনের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
-
December 29, 2025 10:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ছয়টি আসনে ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

কিশোরগঞ্জ (সদরহোসেনপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপি থেকে  মোহাম্মদ মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মোছাদ্দেক ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মো. মাসুদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) আলাল মিয়া, কমিউনিস্ট পার্টির মো. এনামুল হক, খেলাফত মজলিশ থেকে আহমদ আলী, স্বতন্ত্র মো. মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

কিশোরগঞ্জ (কটিয়াদীপাকুন্দিয়া) আসনে জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এডভোকেট মো. জালাল উদ্দীন, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আবুল বাসার রেজওয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান, স্বতন্ত্র মো. আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র নূর উদ্দিন আহমেদ।

কিশোরগঞ্জ (করিমগঞ্জতাড়াইল) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির . মুহাম্মদ ওসমান ফারুক, জাতীয় পার্টির মো. মুজিবুল হক মো. আবু বকর ছিদ্দিক, জামায়াতে ইসলামীর জেহাদ খান, খেলাফত মজলিশের আতাউর রহমান শাহান, গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম মোল্লা স্বতন্ত্র কে এম আলমগীর।

কিশোরগঞ্জ (ইটনামিঠামইনঅষ্ট্গ্রাম) আসনে জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির মো. ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর মো. রোকন রেজা শেখ, ইনসানিয়াত বিপ্লব এর নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের খায়রুল ইসলাম ঠাকুর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জয়নাল আবদিন, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার, স্বতন্ত্র মো. শাহীন রেজা চৌধুরী, স্বতন্ত্র আবদুর রহিম মোল্লা স্বতন্ত্র কাজী রেহা কবির।

কিশোরগঞ্জ (বাজিতপুরনিকলী) আসনে জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে ইসলামীর মো. রমজান আলী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. অলি উল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম)

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির মো. শরিফুল আলম, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশের আতাউল্লাহ আমিন, ইনসানিয়াত বিপ্লব এর নাইমুল হাসান, খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুছা খান, জনতার দলের নূরুল কাদের সোহেল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আয়ুব হোসেন, গণফোরামের শাফি উদ্দিন আহাম্মদ ও স্বতন্ত্র শরিফুল হক জয়।

আপনার মন্তব্য করুন