সিনিয়র ষ্টাফ রিপোর্টার সোহেল রানা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং বাজিতপুর শহর ফাঁড়ি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
শুক্রবার দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে তিনি তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবার মান এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন। বিশেষ করে অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘জনবান্ধব পুলিশিং’ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে এবং অপরাধ দমনে কোনো ধরণের আপোস করা হবে না।
পরিদর্শনকালে পুলিশ সুপার কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি সমস্যাগুলো সমাধানে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং পুলিশ সদস্যদের মনোবল অটুট রেখে দেশপ্রেমের ব্রত নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মণ্ডল, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ আবু হানিফসহ স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
